মিরসরাইয়ে জামায়াত নেতার ওপর হামলা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৪
জামায়াত নেতা মফিজুর রহমান নিজামী

চট্টগ্রামের মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমির মফিজুর রহমান নিজামীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাটাছরা ইউনিয়নের পূর্ব বামনসুন্দর জুয়া কাজী ভূঁইয়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত মফিজুর রহমান ওই বাড়ির মৃত আমিনুল হকের ছেলে।

মফিজুর রহমানের ছেলে হাসান আরিফ বলেন, ২০২৩ সালে একই এলাকার হেলাল উদ্দিন, নাসির উদ্দিনসহ ১০ জনের নামে আমার মা ফিরোজা বেগম বাদী হয়ে চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আমার আব্বা ওই মামলার সাক্ষী ছিলেন। ওই মামলায় হেলাল উদ্দিনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি ক্ষিপ্ত হন। আজ দুপুরে আমাদের বাড়িতে গিয়ে বাবার ওপর অতর্কিত হামলা চালান। এসময় আমার মাকে জিম্মি করে রাখা হয়। পরে সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করে।

উপজেলা জামায়াতের আমির নুরুল কবির জানান, হামলায় আহত মফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিনা উস্কানিতে সম্পূর্ণ ঠান্ডা মাথায় সন্ত্রাসী হামলা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।