ফেনীতে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:১৬ এএম, ০২ সেপ্টেম্বর ২০২৪

ফেনীতে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের খাজুরিয়া এলাকায় অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক কাউছার মিয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, বন্যা পরিস্থিতিতে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে পরিবেশক পর্যায়ে নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডার প্রতি ২০০ টাকা পর্যন্ত বেশি নেওয়ায় ইস্টার্ন ট্রেডিং কর্পোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক কাউছার মিয়া বলেন, আইন অনুযায়ী ওই পরিবেশক সরকার নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডার প্রতি ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত অতিরিক্ত নিয়েছেন। বন্যায় বাড়তি চাহিদার সুযোগ নিয়ে তিনি এ কাজ করেছেন।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।