রাজশাহী

ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্র হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে জমায়েত হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গণকপাড়া, নিউমার্কেট হয়ে রেলগেটে যান শিক্ষার্থীরা। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা নগর ভবনে গিয়ে সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের কাছে স্মারকলিপি দেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, সাব্বির হোসেন, ফাহিম রেজা, নুরুল ইসলাম শহীদ, রাশেদ রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাখাওয়াত হোসেন/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।