চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা, পিছলে কাটা পড়লেন যুবক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৪

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অনিম হাসান (২৬) এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলস্টেশন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিম নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও মধ্যপাড়া এলাকার আশিকুর রহমানের ছেলে।

এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে থামে না। তবে ঘটনার সময় ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছামাত্র ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করেন অনিম হাসান। এসময় পা পিছলে প্ল্যাটফর্ম থেকে ট্রেনের মাঝখানে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আব্দুল আলীম বলেন, সিলেটগামী কালনী ট্রেনটি ভৈরবে বিরতি না থাকা সত্ত্বেও ওই যুবক ট্রেন থেকে নামতে গিয়ে চাকায় কাটা পড়ে নিহত হন। এসময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

রাজীবুল হাসান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।