জয়পুরহাটে সাবেক হুইপের নামে আরও এক মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৪

জয়পুরহাটে জাতীয় সংসদের সাবেক হুইপসহ আওয়ামী লীগের ১৯৫ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মামলায় আরও ৩০০-৩৫০জনকে অজ্ঞাত আসামি করা হয়।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মাস্টারপাড়া এলাকার মো. হোসাইন নামে এক শিক্ষার্থী মামলাটি করেন। তিনি পাঁচবিবি মহিপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

আসামিরা হলেন, জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা ছাত্রলীগ সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানি, জাহিদুল আলম বেনু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোরশেদ আলী, সাধারণ সম্পাদক রমজান আলী, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ। মামলাও আরও ৩০০-৩৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আল মামুন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।