কুমিল্লা থেকে অপহৃত মা-শিশু কক্সবাজারে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৪
উদ্ধার মা ও শিশু

কুমিল্লা থেকে অপহরণের তিনদিন পর কক্সবাজার শহরের সৈকতপাড়া এলাকা থেকে মা ও শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-১৫।

শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তাদের উদ্ধার করা হয়। তবে অপহরণের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

অপহরণের শিকার মা ও শিশু কুমিল্লা কোতোয়ালি থানার আশোকতলা এলাকার বাসিন্দা।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবুল কালাম চৌধুরী জানান, বুধবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড মোড় এলাকা থেকে নিখোঁজ হন মা ও শিশু। পরে স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে ভিকটিমের পরিবার। না পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়।

নিখোঁজের তথ্য পেয়ে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাব-১৫। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সৈকতপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণের শিকার মা ও শিশুকে উদ্ধার করা হয়।

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।