দিনাজপুরে তিন ডায়ানগস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৪

দিনাজপুরে অভিযান চালিয়ে তিন ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজের সামনে অভিযান পরিচালনা করা হয়।

এদের মধ্যে বন্ধন ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, প্রাইম পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা ও যমুনা ডায়াগনস্টিক কমপ্লেক্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দিনাজপুরে তিন ডায়ানগস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

অভিযানে নেতৃত্বদানকারী দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, জেলায় অসংখ্য অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। ইতোমধ্যে সেগুলো চিহ্নিত করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।