ময়মনসিংহ

দুই মামলায় সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রীসহ আসামি ২৩৫৫ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ৩১ আগস্ট ২০২৪

ময়মনসিংহে সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবুসহ দুই হাজার ৩৫৫ জনকে আসামি করে পৃথক মামলা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) দিনগত রাতে মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ এবং উপজেলার দাওগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম বাদী হয়ে পৃথক মামলা করেন।

মামলায় অপর আসামিরা হলেন, মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী, ৯ ইউনিয়নের চেয়ারম্যানসহ ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম শহীদ বাদী হয়ে সাবেক প্রতিমন্ত্রী কেএম খালিদকে প্রধান আসামি করে মামলা করেন। এ মামলায় ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০-৭০০ জনকে আসামি করা হয়।

একই তারিখে উপজেলার দাওগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা করেন। সেখানেও সাবেক প্রতিমন্ত্রী কেএম খালিদকে প্রধান আসামি করা হয়। এ মামলায় ৯২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৪০০-১৫০০ জনকে আসামি করা হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।