গাইবান্ধায় আগুনে পুড়ে ছাই ১১ দোকান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ৩১ আগস্ট ২০২৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, শট সার্কিট থেকে সৃষ্ট এই আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়।

শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল রাত ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, একটি মোবাইল চার্জারের দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে তা পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। অনেক চেষ্টা করেও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভাতে সক্ষম হয়।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমান বলেন, চারটি মনোহরি দোকান, চারটি চায়ের দোকান, একটি টেলিকমের দোকানসহ মোট ১১টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়া প্রায় ৬০ হাজার টাকার বিভিন্ন মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ এইচ শামীম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।