ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে বোমা-কাফনের কাপড় উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ৩১ আগস্ট ২০২৪

মেহেরপুরের গাংনীতে বাড়ির প্রধান ফটকের সামনে থেকে হাত বোমা ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) রাতে শহরের চৌগাছা এলাকার জহুরুল ইসলাম মিঠুর বাড়ির সামনে থেকে এসব উদ্ধার করা হয়।

জহুরুল ইসলাম মিঠু চৌগাছা এলাকার হাসান সরোয়ারের ছেলে। তিনি গাংনী বাজারে ওষুধ ব্যবসা করেন।

এ বিষয়ে জহিরুল ইসলাম মিঠু জানান, দোকান বন্ধ করে বাড়িতে প্রবেশের সময় একটি সবুজ কালারের ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পরে গাংনী থানার এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাগের মধ্যে থেকে লাল টেপ মোড়ানো একটি হাত বোমা ও কাফনের কাপড় উদ্ধার করা হয়। তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে। তবে দুষ্কৃতকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

আসিফ ইকবাল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।