ক্রসিংয়ে আটকে পড়া অটোরিকশা টেনে নিয়ে গেলো ট্রেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ৩১ আগস্ট ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় অল্পের জন্যে ট্রেনের কাটা পড়া থেকে রক্ষা পেলেন সিএনজিচালিত অটোরিকশার যাত্রীরা। শনিবার (৩১ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার পাঘাচং এলাকায় এ ঘটনা ঘটে। যাত্রীরা রক্ষা পেলেও সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

আখাউড়ার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, ওই এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা রেললাইন অতিক্রম করছিল। হঠাৎ অটোরিকশাটি রেললাইনে আটকে যায়। এসময় সিলেট থেকে আসা কালনী এক্সপ্রেস ঢাকা অভিমুখে যাচ্ছিল। ট্রেনটি কাছাকাছি এসে পড়ায় অটোরিকশার চালকসহ যাত্রীরা নেমে পড়ে। পরে ট্রেন অটোরিকশাটি টেনে-হিঁচড়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।