৪৪ আওয়ামী লীগ নেতাকে আসামি করে বিএনপি নেতার মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ৩০ আগস্ট ২০২৪

ঝালকাঠির রাজাপুরে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের অভিযোগে আওয়ামী লীগের ৪৪ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান হোসেন শহীদ জিলানীকে।

মামলায় উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৪ মে উপজেলা বিএনপির সম্মেলনে নেতাকর্মীরা আসতে শুরু করলে আসামিরা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালান এবং বোমা বিস্ফোরণ ঘটান। তারা দলীয় কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন। এতে আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বিএনপি নেতা বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আতিকুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।