৬২ বছর পর ব্যক্তি উদ্যোগে নির্মিত হলো স্কুল গেট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:১১ পিএম, ৩০ আগস্ট ২০২৪

বিদ্যালয় প্রতিষ্ঠার ৬২ বছর পর ব্যক্তিগত অর্থায়নে রাজবাড়ীর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে স্থানীয় নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নিম হাকিম নবনির্মিত এ গেটের উদ্বোধন করেন।

এসময় রাজবাড়ী সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাসরিন নাহার, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস জাফরি, বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাবেক প্রধান শিক্ষক রেজাউল করিম, এসএমসির সাবেক সহ-সভাপতি মো. খায়রুল আলম জিপু প্রমুখ।

স্থানীয়রা জানান, ১৯৬২ সালে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে স্কুলটিতে প্রায় ৫০০ শিক্ষার্থী রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবহেলিত ছিল। স্কুলটি আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন হওয়ায় রাস্তা পারাপারে শিক্ষার্থীদের আতঙ্কে থাকতে হয়।

রুবেলুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।