ফেনী নদীতে মাছ শিকারে গিয়ে দুই কিশোর নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ৩০ আগস্ট ২০২৪

পার্বত্য খাগড়াছড়ির রামগড় সীমান্তঘেঁষা ফেনী নদীতে মাছ শিকারে গিয়ে নয়ন ও বাদশা নামের দুই কিশোর নিখোঁজ রয়েছে। ১৮ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ নয়ন (১৩) পৌরসভার শ্মশানটিলা গ্রামের মো. শফিকের ছেলে ও বাদশা (১৬) পাতাছড়া ইউপির আবদুল জব্বারের ছেলে।

নয়নের বাবা শফিক জানান, বুধবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে সহপাঠীদের সঙ্গে ফেনী নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যায় নয়ন। একপর্যায়ে সে নদীতে পড়ে যায়।

অন্যদিকে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী নদীর নামারচর এলাকায় জাল ফেলে মাছ শিকারে গেলে পানিতে তলিয়ে যায় বাদশা।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ চট্টগ্রাম ডুবুরি ইউনিটের সাব-অফিসার জসিম উদ্দিন জানান, নদীতে প্রবল স্রোতের কারণে কাউকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। নদীর বিভিন্ন পয়েন্টে এখনো অভিযান চলছে।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।