দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিএনপি নেতার নামে চাঁদাবাজির মামলা
ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদসহ ১৪ জনের নামে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়।
বৃহস্পতিবার উপজেলার কেওতা গ্রামের মামুন হোসেন বাদী হয়ে এ মামলা করেন।
আদালত রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন- মামুন, শহীদ শরীফ, নাজমুল হুদা চমন, মতি হাওলাদার, আসাদুজ্জামান, মাহামুদ, ইমাম হোসেন, শফিক, আবু, আল আমিন শরীফ, সেলিম শরীফ, কালাম শরীফ, সাগর শরীফসহ অজ্ঞাত আরও ১৫-১৬ জন।
মামলা সূত্রে জানা গেছে, আসামিরা বাদীর কাছে দীর্ঘদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তা দিতে অস্বীকার করায় ৫ আগস্ট সুযোগ বুঝে বিভিন্ন অস্ত্র নিয়ে বাদীর বসতঘরে হামলা-ভাঙচুর করে। এরপর ঘরে থাকা দুই লাখ টাকা ও তিন লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় বাদী ঘটনাস্থলে এলে তাকে মারধর করে আহত করা হয়।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, এরকম একটি মামলা আদালতে হয়েছে বলে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কাগজ পাইনি।
মো. আতিকুর রহমান/জেডএইচ/জিকেএস