বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৯ আগস্ট ২০২৪

বন্যার্তদের সহায়তা আর অর্থ সংগ্রহে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে।

‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিমথ শিরোনামে কনসার্টটির আয়োজন করেছে ‘সরকারি সা'দত কলেজ । এতে বিনা পারিশ্রমিকে গান গাইলেন স্বনামধন্য কয়েকটি ব্যান্ডদল।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে শহরের শহীদ মিনারে কনসার্টটি শুরু হয়। চলবে রাত ৯টা পর্যন্ত।

কনসার্ট আয়োজনের বিষয়ে সরকারি সা'দত কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসেন, জুয়েল হিমু বলেন, বর্তমানে দেশ এক ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এ দুর্যোগ পরিস্থিতর জন্য আন্তর্জাতিক মহলে যে ষড়যন্ত্র চলছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সংকট মুহূর্তে যদি কিছু করতে পারি সেটাও গানের মাধ্যমে। যত দ্রুত সম্ভব বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের প্রধান উদ্দেশ্য। বন্যার্তদের সহযোগিতার জন্যই সরকারি সা'দত কলেজ একটি কনসার্টের আয়োজন করেছি।

এসময় উপস্থিত ছিলেন সরকারি সা'দত কলেজের অধ্যাক্ষ সুব্রত নন্দীসহ টাঙ্গাইলের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীরা।

আরিফুর রহমান টগর/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।