পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টার অপসারণ দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২৯ আগস্ট ২০২৪

পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালিদের ‘অ-পাহাড়ি’ বলে আখ্যা দিয়ে অবমাননামূলক বক্তব্য প্রদান করায় অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে অপসারণের দাবিতে ফুঁসে উঠেছেন পাহাড়ের অধিবাসীরা।

এরই মধ্যে সুপ্রদীপ চাকমার অপসারণের দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাটিরাঙ্গা সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তবলছড়ি সমাবেশ করে।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. আমির হোসেন রনি, কামাল হোসেন সজীব, মো. ফয়জুল্লাহ ও আদনান আহমেদ স্বাধীন প্রমুখ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

মুজিবুর রহমান ভুইয়া/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।