ত্রাণের গাড়ির পেছনে দৌড়াচ্ছিল শিশু, চাপা দিলো ট্রাক

রাশেদুল হাসান রাশেদুল হাসান , সহ-সম্পাদক ফেনী থেকে
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২৮ আগস্ট ২০২৪
প্রতীকী ছবি

ফেনীর দাগনভূঞায় ত্রাণবাহী গাড়ি থেকে খাবার নিতে গিয়ে ট্রাকচাপায় জাদরুল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সিলোনীয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

জাদরুল ইসলাম উপজেলার উত্তর আলীপুর গ্রামের হুমায়ূন কবীরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে সিলোনীয়া এলাকায় একটি ত্রাণবাহী গাড়ি থেকে রান্না করা বিরিয়ানির প্যাকেট বিতরণ করছিলেন স্বেচ্ছাসেবকরা। এসময় জাদরুল বিরিয়ানি নেওয়ার জন্য গাড়ির পেছনে ছুটছিল। এক পর্যায়ে তার পেছনে থাকা আরেকটি ট্রাক জাদরুলকে চাপা দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।