মাদারীপুর

মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২৮ আগস্ট ২০২৪

মাদারীপুরে মূল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যের মোড়ক ব্যবহার না করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে মাদারীপুর সদর উপজেলার কালিরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের চার হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

অভিযান সূত্রে জানা যায়, কালিরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর। এ সময় কৃষ্ণ ঘোষ মিষ্টি ভাণ্ডার, ফরাজী স্টোর, নাইম স্টোর এবং সুজাত এন্টারপ্রাইজে মূল্য তালিকা প্রদর্শন ও পণ্যের মোড়ক ব্যবহার না করায় পৃথকভাবে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জান্নাতুল ফেরদৌস বলেন, আমাদের এই অভিযান চলবে।

আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।