মিরসরাইয়ে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ২৮ আগস্ট ২০২৪

চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। বুধবার (২৮ আগস্ট) দুপুরে ফরহাদনগর ইউনিয়নের জগৎ জীবনপুর এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।

সেনাবাহিনীর চট্টগ্রাম ডিভিশনের জিওসি মো. মাইনুর রহমানের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ করা হয়।

এছাড়া মিরসরাই উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ও বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থাপন করা সেনাবাহিনী পরিচালিত চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন জিওসি মাইনুর রহমান।

স্থানীয়রা সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।