সাপে কাটায় ওঝার ঝাড়ফুঁক, প্রাণ গেলো নারীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৮ আগস্ট ২০২৪
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে সাপে কাটা এক নারীর। এর আগে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করানো হয় তার। এতে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় ওই নারীকে। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম খাতুন (৭০) চুয়াডাঙ্গা সদর উপজেলার গবরগাড়া গ্রামের মাঝের পাড়ার মৃত ফরাজির স্ত্রী।

সূত্রে জানা যায়, সন্ধ্যার পর নিজ বাড়িতে একটি বিষধর সাপের কামড়ে আহত হন মরিয়ম খাতুন। পরে পরিবারের সদস্যরা স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। ওঝার ঝাড়ফুঁকে অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। ওঝার বিস্তারিত ঠিকানা জানাননি নিহত মরিয়ম খাতুনের স্বজনরা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, পরীক্ষা-নীরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত হয়েছে।

হুসাইন মালিক/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।