দেশে নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত চলছে: জামায়াত সেক্রেটারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২৭ আগস্ট ২০২৪

দেশে অস্থিরতা ও নৈরাজ্যে সৃষ্টির চক্রান্ত চলছে বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাপ পরওয়ার। মঙ্গলবার দুপুরে ঝালকাঠির রাজাপুরে এক পথসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত সেক্রেটারি বলেন, দেশে এখনো নৈরাজ্যে সৃষ্টির চক্রান্ত চলছে। অরাজকতার বিরুদ্ধে রুখে আমাদের দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, ছাত্রসহ অনেকেই স্বপ্নের দেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন দিয়ে শহীদ হয়েছেন। তারা নতুন স্বপ্নের দেশ দেখে যেতে পারেননি। নিরাপত্তা, শান্তি ও সুখের দেশ গড়ার স্বপ্ন তারা দেখেছিলেন। শহীদদের সেই স্বপ্ন ও রক্তের ঋণ শোধ করার জন্য অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য আমাদের সাহায্য করতে হবে।

এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াজজম হোসেন হেলাল, পিরোজপুর সাইদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক নেতা ও বরিশাল বিএম কলেজের সাবেক এজিএস শেখ নেয়ামুল করীমসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

মো. আতিকুর রহমান/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।