খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২৭ আগস্ট ২০২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবক নিহত হয়েছেন। তার নাম নাম রায়হানউদ্দিন রাজু (২৫)। তিনি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্বসৈয়দপুর গ্রামের সলিমুল্লাহর (খান সাহেব) ছেলে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকায় ভূঁইয়ার হাট খালে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, কয়েকজন বন্ধু মিলে সকালে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকার ভূঁইয়ার হাট খালে মাছ ধরতে যায়। এসময় রায়হান উদ্দিন রাজু জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যান। পরে তাকে জালে পেঁচানো অবস্থায় খালের গভীর থেকে উদ্ধার করা হয়। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী আলাউদ্দিন বলেন, তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স শেষ করেন। তার বাবা একজন প্রবাসী। সংসারের রায়হানউদ্দিন রাজু বড় ছেলে। ছোট ছেলে প্রতিবন্ধী।

ইউপি সদস্য সজল কুমার শীল বিষয়টি নিশ্চিত করেছেন।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।