ফারাক্কার গেট খোলায় নাটোরে পানি বাড়ছে পদ্মায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১২:৫২ পিএম, ২৭ আগস্ট ২০২৪

ভারত ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়ার ফলে নাটোরের লালপুরে পদ্মা নদীতে ২ সেন্টিমিটার পানি বেড়েছে। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পদ্মা নদীর লালপুর অংশে পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। বর্তমানে বিপৎসীমার ১ দশমিক ৮ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

পদ্মা নদীর তীরবর্তী লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু পদ্মা নদীতে পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে বলেন, ফারাক্কার ১০৯টি গেট খোলায় নদীতে পানি বাড়তে শুরু করেছে। তবে এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।

নদী তীরবর্তী বাসিন্দা লিমন ইসলাম জানান, ফারাক্কার গেট খুলে দেওয়ায় নদীতে পানি বাড়তে শুরু করেছে বলে জানতে পেরেছি। এতে চরাঞ্চলের ফসলও ডুবতে শুরু করেছে। ফলে আমরা ফসল নিয়ে দুশ্চিন্তায় আছি।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, পদ্মা নদীর পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। তারপরও নদী তীরবর্তী মানুষদের সবসময় সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।