ফেনী

প্রতিদিন ২০ হাজার প্যাকেট খাবার বিতরণ করছে জামায়াত

রাশেদুল হাসান রাশেদুল হাসান , সহ-সম্পাদক ফেনী থেকে
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২৬ আগস্ট ২০২৪

ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির। শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ গ্র্যান্ড সুলতান কনভেনশন হল থেকে প্রতিদিন ১০ হাজার প্যাকেট শুকনা ও ১০ হাজার প্যাকেট রান্না করা খাবার দুর্গতদের মাঝে বিতরণ করা হচ্ছে।

প্রতিদিন ২০ হাজার প্যাকেট খাবার বিতরণ করছে জামায়াত

জামায়াতের জেলা সেক্রেটারি মুফতি আবদুল হান্নান জানান, শহরের আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, ফেনী সরকারি কলেজ, ফেনী মহিলা মাদরাসা, শহীদ মেজর সালাউদ্দিন বীর উত্তম উচ্চ বিদ্যালয়সহ গ্রামাঞ্চলের আশ্রয়কেন্দ্রে প্রতিদিন ১০ হাজার মানুষকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া ১০ হাজার মানুষকে শুকনো খাবার দেওয়া হচ্ছে।

জেলা আমির একেএম সামছুদ্দীন জানান, বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে এ কার্যক্রম চলমান। পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতি কাটিয়ে ওঠা পর্যন্ত জামায়াত-শিবিরের শত শত নেতাকর্মী নিরলসভাবে বন্যাদুর্গতদের পাশে থাকবেন।

প্রতিদিন ২০ হাজার প্যাকেট খাবার বিতরণ করছে জামায়াত

এদিকে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী, জাতীয় মুফাসসির পরিষদ সভাপতি মাওলানা খলিলুর রহমান মাদানী ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।