আবার বন্ধ হলো কাপ্তাই বাঁধের গেট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২৫ আগস্ট ২০২৪

ছেড়ে দেওয়ার ছয় ঘণ্টা পর রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের সবকটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে বাঁধের ১৬টি গেট বন্ধ করে দেওয়া হয়।

এরআগে হ্রদে পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছার কারণে সকাল ৮টায় ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয় কাপ্তাই বাঁধের ১৬টি গেট।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) এ টি এম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গেটগুলো খোলা থাকা অবস্থায় প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হয়েছে।

বাঁধের গেট খুলে দেওয়ায় ভাটিতে অবস্থিত চট্টগ্রামের রাঙ্গুনিয়াসহ বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা ছিলেন বন্যার আতঙ্কে। তবে এর নেতিবাচক প্রভাব ভাটি অঞ্চলে পড়েনি বলে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে দেওয়ার প্রভাব উপজেলায় নেই বললেই চলে। তারপরও ঝুঁকিপূর্ণ বিভিন্ন পয়েন্টে আমাদের লোকজন পর্যবেক্ষণে রয়েছেন।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।