নোয়াখালী-লক্ষ্মীপুরে ১০০ জনকে সাপের কামড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২৪ আগস্ট ২০২৪

টানা বর্ষণে লক্ষ্মীপুরে প্রায় সব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ পানিবন্দি। কোথাও হাটু পরিমাণ আবার কোথাও কোমড়সমান পানি জমে আছে। গত দুদিন ধরে নোয়াখালীর বন্যার পানির চাপে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে বেড়েছে সাপের উপদ্রব। গত কয়েকদিনে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় সাপের কামড়ের শিকার হয়েছেন ৬৫ জন। নোয়াখালীতে ৩৫ জনকে কামড় দিয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম ও লক্ষ্মীপুর সদর হাসপাতালের আরএমও অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

jagonews24

আরএমও অরুপ পাল বলেন, আমাদের হাসপাতালে গত কয়েকদিনে ৬৩ জন সাপে কামড়ানো রোগী এসেছেন। এরমধ্যে গত দুদিনে ১০ জন চিকিৎসা নিয়েছেন। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন দুজন। এরমধ্যে কয়েকজনকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, গত দুদিনে আমরা ৩৫ জন সাপেকাটা রোগীকে চিকিৎসা দিয়েছি। তবে বিষাক্ত সাপ ছিল না মনে হচ্ছে। সাপেকাটা রোগীর সেবা নিশ্চিতে আমাদের পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে।

কাজল কায়েস/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।