রংপুর মেডিকেল কলেজের আবর্জনা পরিষ্কার করলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২৪ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্যোগে রংপুর মেডিকেল কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার জাকির হোসেন।

এসময় বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষার্থীরা শুধু আন্দোলনের মাঠে সীমাবদ্ধ থাকেনি, তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো সুন্দর বিষয়ে মনোনিবেশ করেছে। শিক্ষার্থীরা এখন জাতিকে পথ দেখাচ্ছে। তারা দেশের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জঞ্জাল—সব পরিষ্কার করতে উদ্যোগী হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্যোগে রংপুর মেডিকেল কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে

বিভাগীয় কমিশনারের বক্তব্যের পর শিক্ষার্থীরা পাঁচটি দলে বিভক্ত হয়ে কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

জিতু কবীর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।