বন্যায় আটকে পড়া মানুষ উদ্ধারে পুলিশ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৪ আগস্ট ২০২৪

চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যায় আটকে পড়া লোকজনকে উদ্ধারে নেমেছে পুলিশ। শনিবার (২৪ আগস্ট) উপজেলার হিঙ্গুলী ও করেরহাট ইউনিয়নে উদ্ধার কার্যক্রম চালানো হয়।

উদ্ধার ও খাবার বিতরণে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন।

এসময় পুলিশ সদস্যরা বিভিন্ন বাড়িতে আটকে পড়া লোকজনকে নিরাপদ স্থানে পৌঁছে দেন। এছাড়া বনবাসী ৫০০ মানুষের মাঝে খাবার দেওয়া হয়।

চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যায় আটকে পড়া লোকজনকে উদ্ধারে নেমেছে পুলিশ। শনিবার (২৪ আগস্ট) উপজেলার হিঙ্গুলী

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, আমরা করেররহাট ও হিঙ্গুলী ইউনিয়নে বিভিন্ন বাড়িতে আটকে পড়া লোকজনকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিয়েছি। এছাড়া ৫০০ বনবাসী মানুষের মাঝে খাবার দেওয়া হয়। রোববার আরও ১০০০ মানুষকে খাবার দেওয়া হবে।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।