খাগড়াছড়িতে বন্যার্তদের পাশে দাঁড়ালেন জেলা ও দায়রা জজ
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২৪ আগস্ট ২০২৪

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত বানবাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা ও দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মামুন।
শনিবার (২৪ আগস্ট) সকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের সামনে বন্যাদুর্গত ১০ গ্রামের দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
বিজ্ঞাপন
খাদ্যসামগ্রী বিতরণকালে অতিরিক্ত জেলা জজ মো. শাহাদাৎ হোসেন, জেলা লিগ্যাল এইডের সিনিয়র সহকারী জজ রাজীব দে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেজুতি জান্নাত, আইনজীবী আব্দুল মালেক মিন্টু প্রমুখ।
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন বলেন, মানুষের দুঃসময়ে কারোরই ঘরে বসে থাকার সময় নেই। সামর্থ্য অনুযায়ী কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াতে হবে। সহযোগিতার হাত বাড়াতে হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম
টাইমলাইন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।