ভারত সীমান্তে ঢুকেও শেষ রক্ষা হয়নি বিচারপতি মানিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৪:০৭ এএম, ২৪ আগস্ট ২০২৪
ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে দনা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে তাদের ক্যাম্পে হেফাজতে রেখেছেন।

বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কোনো একসময় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্থানীয় দালালদের মাধ্যমে দনা সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে সেখানে তাকে স্থানীয় কিছু লোকজন আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার নাম শামসুদ্দিন মানিক পরিচয় দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া একটি ভিডিওতে তাকে কলাপাতায় শুয়ে থাকতে দেখা যায়। এ সময় তাকে বলতে শোনা যায়, টাকা লাগলে তিনি দেবেন। বলেন, ‘আমি এ দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য?’

আরও পড়ুন

আরেকটি ভিডিওতে তিনি বলেন, প্রশাসনের ভয়ে তিনি পালিয়ে যাচ্ছেন। তিনি অসুস্থ বলেও জানান। এই সাবেক বিচারপতি বলেন, ‘গতকাল আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা, ডেভিট কার্ড ও ক্রেডিট কার্ড।’

তিনি বলেন, ‘সীমান্ত পাড় করে দেওয়ার জন্য দুই যুবক ৬০-৭০ লাখ টাকা নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি ১৫ হাজার টাকা চুক্তিতে আসছিলাম, ওই টাকা আমি তাদের দিয়েছি। কিন্তু পরে ওই দুই ছেলে আমাকে মারধর করে সব নিয়ে গেছে।’

একটি সূত্র জানায়, বৃহস্পতিবার দনা এলাকার স্থানীয় কয়েকজন টাকার বিনিময়ে অবৈধভাবে তাকে ভারতের অভ্যন্তরে পৌঁছে দেন। সেখানে একজন খাসিয়ার বাড়িতে তিনি ছিলেন। খবর পেয়ে বাংলাদেশি কিছু স্থানীয় যুবক তাকে সেখান থেকে নিয়ে আসেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে হেফাজতে নেন।

এদিকে দেশের সমালোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে দেখতে শত শত মানুষ ক্যাম্পের পাশে ভিড় করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দনা বিজিবি ক্যাম্পের হেফাজতে রয়েছেন তিনি।

জেএএইচ

আহমেদ জামিল/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।