ফরিদপুরে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২৩ আগস্ট ২০২৪
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ফরিদপুরে হত্যা মামলা হয়েছে। ২১ আগস্ট রাতে ফরিদপুর কোতয়ালী থানায় এ মামলা করেন নিহত বাসচালক সামচু মোল্যার স্ত্রী মেঘলা বেগম।

মামলা সূত্রে জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করলে ছাত্র-জনতা ফরিদপুরে বিজয় মিছিল করতে থাকে। বিকেলের দিকে সামচু মোল্যা বাড়ি থেকে বের হয়ে কোতয়ালী থানা রোড এলাকার বাদামপট্রিতে ছাত্র-জনতা বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগের ৩০০-৪০০ নেতাকর্মী মিছিলকারীদের ওপর শটগান, বন্ধুক ও বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এসময় বন্ধুকের গুলিতে মারা যান সামচু মোল্যা।

মামলার বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, মেঘলা বেগম একটি হত্যা মামলা করেছেন।

এন কে বি নয়ন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।