হবিগঞ্জে শহর রক্ষা বাঁধ হুমকিতে, বাড়ছে খোয়াই নদীর পানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:০০ পিএম, ২২ আগস্ট ২০২৪

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বাড়ছে। বর্তমানে পানি বিপৎসীমার ১৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে শহর রক্ষা বাঁধ হুমকিতে পড়েছে। সামান্য পানি বাড়লেই বিভিন্ন স্থানে বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করবে।

তবে শহরতলির জালালাবাদ গ্রামের পাশে খোয়াই নদীর বাঁধের ভাঙন দিয়ে প্রবল বেগে হাওরে পানি প্রবেশ করছে। এভাবে হাওরে পানি প্রবেশ করতে থাকলে দ্রুত বাড়িঘরেও ঢুকতে পারে পানি।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় খোয়াই নদীর জেলা শহরের মাছুলিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৯২ সেন্টিমিটার এবং বাংলাদেশ-ভারত সীমান্তের বাল্লা পয়েন্টে ২৭৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আমরা ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বালির বস্তা দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করছি।

খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, ভারত সবগুলো গেট খুলে দেওয়ায় হবিগঞ্জে খোয়াই, কুশিয়ারা, কালনীসহ সবগুলো নদীর পানি বাড়ছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।