চাঁদপুরে নিম্নাঞ্চল প্লাবিত, শহরে জলাবদ্ধতা
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২২ আগস্ট ২০২৪

টানা বৃষ্টিতে চাঁদপুরজুড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া তলিয়ে গেছে নিম্নাঞ্চল। বিশেষ করে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় মসজিদ, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে ক্ষতি হয়েছে।
শহর ঘুরে দেখা যায়, বিষ্ণুদী মাদরাসা রোড, নাজিরপাড়া, ট্রাকরোড, রহমতপুর কলোনি, ব্যাংক কলোনি, চেয়ারম্যান ঘাট, চাঁদপুর সরকারি কলেজ গেট, তালতলা সড়কে পানি জমেছে। এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
বিজ্ঞাপন
এদিকে বৃষ্টির পানিতে ডুবে গেছে বীজতলা, শাক-সবজির মাঠ। জমিতে পানি বেশি থাকায় অনেক এলাকার কৃষক ফসলের কাজ করতে পারছে না। বিশেষ করে চাঁদপুরের হাইমচরে পানিতে ভেসে গেছে পান চাষিদের স্বপ্ন। বৃষ্টির পানিতে আবাদ করা পান নষ্ট হয়ে গেছে।
এছাড়া ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে টানা বৃষ্টিতে অর্ধশত পুকুর তলিয়ে যায়। এতে ভেসে গেছে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চাঁদপুর শহরের মাদরাসা রোড এলাকার বাসিন্দা হেলাল হোসেন বলেন, বৃষ্টি হলেই এই সড়কে জলাবদ্ধতা দেখা দেয়, যা কমতে সময় লাগে একদিনেরও বেশি। অনেক নিচু দোকানে পানি ঢুকেছে।
হাইমচর এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, হাইমচরে নিচু এলাকায় বৃষ্টির পানি জমেছে। পানের বরজে পানি জমে থাকার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, চাঁদপুরে শুধু ২৪ ঘণ্টায় ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকালেও ভারী বৃষ্টি হয়েছে। দুপুর থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, যা সারাদিন চলবে।
শরীফুল ইসলাম/জেডএইচ/এএসএম