সুন্দরবনে বনদস্যুর কবলে জেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১১:৩৩ এএম, ২২ আগস্ট ২০২৪
ফাইল ছবি

সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনে সফিকুল ইসলাম নামে এক জেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় সুন্দরবনের কুচখালী এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় বনদস্যুরা।

অপহৃত সফিকুল শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের সুলতান গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু।

অপহৃত সফিকুলের পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, নদীতে মাছ ধরার উদ্দেশ্যে সফিকুলসহ আরও কয়েকজন সুন্দরবনে যান। একপর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় সুন্দরবনের কুচখালী এলাকায় পৌঁছালে বনদস্যুর কবলে পড়েন তারা৷ ওই সময় সফিকুলের অন্যান্য সঙ্গীরা পালিয়ে আসতে পারলেও সফিকুল পালাতে পারেননি। তাকে বনদস্যুরা ধরে নিয়ে চলে যান।

তিনি আরও বলেন, এটা নতুন কোনো বাহিনী, নাকি পুরাতন সে ব্যাপারে আমরা এখনো জানতে পারিনি। তবে জেনেছি এরইমধ্যে বনদস্যুরা অপহৃত জেলের পরিবারে যোগাযোগ করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনসহ ফরেস্ট কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

এ ব্যাপারে কৈখালী ফরেস্ট কর্মকর্তা দ্বীপ কুমার জানান, লোকমুখে বিষয়টি জেনেছেন তিনি। তবে এখনো পর্যন্ত অপহৃত জেলের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে সুন্দরবনে মাছ ধরা নিষিদ্ধ। এজন্য সুন্দরবন প্রবেশে সব ধরনের পাস বন্ধ করা হয়েছে। এতে করে কারা মাছ ধরতে যাচ্ছে সেটা বনবিভাগের জানা নেই।

তিনি বলেন, বিষয়টি জানার পর থেকে সুন্দরবনে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি এটা অপহরণ নাকি ভিন্ন কিছু সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

আহসানুর রহমান রাজীব/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।