সড়কে পানি, সাজেকে আটকা আড়াইশো পর্যটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১১:১৮ এএম, ২২ আগস্ট ২০২৪

পাহাড়ি ঢলে রাঙ্গামাটিতে খাগড়াছড়ি-বাঘাইছড়ি সড়ক ডুবে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন আড়াইশো পর্যটক।

জানা যায়, পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে বন্যা সৃষ্টি হয়েছে। ফলে ডুবে গেছে খাগড়াছড়ি-বাঘাইছড়ি সড়ক। এতে সাজেকে আটকা পড়া পর্যটকরা ফিরতে পাচ্ছে না।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, সাজেকে গতকালও কিছু পর্যটক গেছে। সব মিলে আড়াইশোর পর্যটক রয়েছে। পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে যাওয়ায় তারা ফিরতে পারছে না।

তিনি আরও বলেন, তারা সেখানে নিরাপদে আছেন। তাদের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। পানি কমে গেলেই ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

সাইফুল উদ্দীন/এফএ/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।