বেনাপোলে ক্রিস্টাল মেথসহ নেশা জাতীয় কেমিক্যাল জব্দ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২১ আগস্ট ২০২৪

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫৭০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৫১ বোতল বিভিন্ন ধরনের কেমিক্যাল ও তিন বোতল এলএসডি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২১ আগস্ট) সকালে বেনাপোল সীমান্তের দুর্গাপুর রোড ও কাগজপুকুর এলাকায় অভিযান চালিয়ে এসব নেশা জাতীয় কেমিক্যাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের দুর্গাপুর এলাকা থেকে ৫১ বোতল বিভিন্ন ধরনের কেমিক্যাল জব্দ করা হয়। অপরদিকে কাগজপুকুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৭০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও তিন বোতল এলএসডি জব্দ করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তে অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে, বেনাপোল বিওপির টহলদল অভিযান পরিচালনা করলে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।

মো. জামাল হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।