গোমতী নদীর পানি বাড়ছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২১ আগস্ট ২০২৪

টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বাড়ছে। ঝুঁকির মুখে পড়েছে বাঁধ। কয়েকটি স্থানে ফাটলও দেখা দিয়েছে।

গোমতী বাঁধে বসবাসকারী একাধিক ব্যক্তি জাগো নিউজকে জানান, মঙ্গলবার বিকেল থেকে নদীর পানি বাড়তে শুরু করে। এতে বাবুর বাজার, এতবারপুর, ছত্রখিল ও কামাড়খাড়া এলাকার মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। একাধিক স্থানে ফাটলও দেখা দিয়েছে।

গোমতী নদীর পানি বাড়ছে

এ বিষয়ে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জাগো নিউজকে বলেন, বুধবার দুপুর ১টা পর্যন্ত গোমতী নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের ৫টি টীম বাঁধ পর্যবেক্ষণে গোমতীর পাড়ে অবস্থান করছে। কোথাও কোন বাঁধে ফাটল দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে মেরামত করা হচ্ছে। নদীর পাড়ের মানুষজনকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।