মিল্কভিটায় ৯০ দিনের মধ্যে নির্বাচন চান সমবায়ীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২০ আগস্ট ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়ী দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটার বিভিন্ন অনিয়মের দুনীতির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের দুগ্ধ উৎপাদনকারী সমবায়ীরা। এসময় ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট মিল্কভিটার প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে সমবায়ী সুবির কুমার ঘোষের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

আগামী ৯০ দিনের মধ্যে মিল্কভিটা সমবায় সমিতির নির্বাচনের দাবি জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ছাত্রদের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের এ অর্জন ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে। মিল্কভিটার হারানো ঐতিহ্য ফিরে আসুক। এ প্রতিষ্ঠানটি নির্বাচনের মাধ্যমে এগিয়ে যাক। কেননা আমরা দুধের ন্যায্য দাম পাই না। বর্তমান সমিতির নেতারা সাধারণ খামারি ও সমবায়ীদের কথা কখনও ভাবেনি।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- ২০১৫ সাল থেকে অধ্যবধি পর্যন্ত মিল্কভিটার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নাদের হোসেন লিপু। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বলে কেউ কথা বলেনি। এসময় সমবায়ীদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সাধারণ সমবায়ীরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।