লুটের মালামাল ফেরত না দিলে ব্যবস্থা: রাসিক প্রশাসক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২০ আগস্ট ২০২৪

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেছেন, ‘রাসিক কোনো দল ও ব্যক্তির সম্পদ নয়। এটা রাষ্ট্রের সম্পদ। যদি এখনো কারও কাছে রাসিকের কোনো সম্পদ থেকে থাকে তাহলে দ্রুত ফেরত দিলে ধন্যবাদ জানাবো। যদি ফেরত দেওয়া না হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে নগর ভবনের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

রাসিক প্রশাসক বলেন, ‘লুট হওয়া মালামাল ফেরত দেওয়ার সুযোগ দেওয়া হবে। যারা ফেরত দেবেন তাদের ধন্যবাদ জানানো হবে। যারা ফেরত দেবেন না তাদের বিরুদ্ধে মামলা হবে। কেননা, লুটতরাজ ফৌজদারী অপরাধ। এই অপরাধ কখনো তামাদি (বাতিল) হয় না। যে কোনো সময় এ অপরাধে মামলা করা যায়। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে এটা (লুটপাট) কোনো রাজনৈতিক দলের কাজ নয়। কারও বিরুদ্ধে ব্যবস্থা নিলে রাজনৈতিক দলগুলোরও কোনো সমস্যা নেই বলে তারা জানিয়েছে।

গত ৫ আগস্ট নগর ভবন ধ্বংসস্তুপে পরিণত হলেও ইতোমধ্যে সব ধরনের নাগরিক সেবা দেওয়া শুরু হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, জন্ম-মৃত্যু নিবন্ধন চালু আছে। এটি আগে ওয়ার্ডে কাউন্সিলররা অনুমোদন করতেন। এখন সেটি প্রাশানসিক কর্মকর্তারা করবেন।

সাখাওয়াত হোসেন/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।