নাটোরে ছাত্র-জনতার নেসকো কার্যালয় ঘেরাও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২০ আগস্ট ২০২৪

প্রিপেইড মিটার অপসারণসহ ৭ দফা দাবিতে নাটোরের বিদ্যুৎ বিতরণ সংস্থা- নেসকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তর ঘেরাও করেছে ছাত্র-জনতা। পরে সেনাবাহিনীর আশ্বাসে তারা ঘটনাস্থল ছেড়ে যায়।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের আলাইপুর এলাকায় নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সামনে এ ঘেরাও কর্মসূচি চলে।

মো. সুজন নামে এক ভুক্তভোগী বলেন, আমরা এই ডিজিটাল মিটার চাই না। এ মিটারের মাধ্যমে মানুষকে ফকির বানানো হচ্ছে। ৫০০ টাকা মিটারে তুললে সাথে সাথে ১৫০ টাকা কেটে নেয়। সেজন্য আমরা এ মিটার বাতিল চাই। আগের মিটার আমাদের ফিরিয়ে দেওয়া হোক।

শিক্ষার্থী আল-আমিন বলেন, আমরা মিটারে টাকা তুলতেই নাই হয়ে যায়। প্রতি মাসে দেড় থেকে ২ হাজার টাকা তুললেও মাস যেতে চায় না। সেজন্য দুর্নীতিবাজ এ নেসকোর অফিস ঘেরাও করেছি। আমরা দেশের সব ক্ষেত্রে সচ্ছলতা চাই।

এসময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে সেনাবাহিনীর কর্মকর্তা সাদাদ বলেন, আমরা আপনাদের দাবি ৭ দিনের মধ্যে পূরণ করবো। আপনারা শান্ত হয়ে বাড়ি চলে যান। আমরা আপনাদের পাশে রয়েছি।

রেজাউল করিম রেজা/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।