মিশনের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২০ আগস্ট ২০২৪

জয়পুরহাটে চার্চ্চেস অব গড মিশনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তুলে মানববন্ধন করেছেন মিশনের শিক্ষক-কর্মচারী ও বাসিন্দারা।

সোমবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে খঞ্জনপুর মিশন মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল শেষে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, চার্চ্চেস অব গড মিশনের কান্ট্রি ডিরেক্টর ডা. জন থিওটনিয়াস কস্তা, সভাপতি ডোনাল্ড দাস, সম্পাদক এডুইন মিলন দাস বিগত সরকারের সহযোগিতায় মানবাধিকার লঙ্ঘন, ফ্রি চক্ষু চিকিৎসার অনুদান আত্মসাৎ, মিশরের হাসপাতালের সেবা দান বৃদ্ধি করে টাকা আত্মসাৎ, বৃক্ষরোপণের নামে ভুয়া কাগজপত্র দেখিয়ে টাকা আত্মসাৎ, ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসা প্রদান করে অর্থ আত্মসাতসহ নানা অপকর্ম করেছেন। এসব অপকর্মের কারণে তাদের পদত্যাগসহ বিচারের দাবি জানাই।

সেখানে তারা সেনাবাহিনীর সদস্যদের কাছে লিখিত অভিযোগ জানান। পরে সেনাবাহিনী তাদের সাথে কথা বলেন।

এসময় মিশনের সদস্য দোলন সরকার বলেন, আমাদের মিশনের অনেক সম্পত্তি আছে। সেই সম্পত্তিগুলো নিয়ম অনুযায়ী চাষাবাদ করবো, সেটিও আমাদের না দিয়ে বাইরের লোককে দেওয়া হয়েছে। আমরা এখানকার দায়িত্বে থাকা ডিরেক্টর, সভাপতি ও সম্পাদকের দুর্নীতির অভিযোগ সেনাবাহিনীকে জানিয়েছি। তারা ২২ আগস্ট পর্যন্ত সময় চেয়েছেন।

জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।