ভারী বর্ষায় তলিয়েছে ফেনী শহর, চলাচলে ভোগান্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:০৩ পিএম, ২০ আগস্ট ২০২৪

কয়েক দিনের ভারী বর্ষণে ফেনী পৌর শহরের বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে। ফলে এসব সড়কে বসবাসকারী বাসিন্দা ও পথচারীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

শহর ঘুরে দেখা গেছে, কয়েকদিন মুষলধারে টানা বৃষ্টি হওয়ায় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, মিজান রোড, একাডেমি রোড, শাহীন একাডেমি, রামপুর, তাকিয়া রোড, আবু বক্কর সড়ক, শাহীন একাডেমি রোড, ফেনী বড় বাজারের বিভিন্ন গলি, বারাহীপুর এলাকার বিভিন্ন সড়ক, মহিপাল চৌধুরী বাড়ী সড়ক, পাঠান বাড়ী রোডসহ বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। এসব সড়কে চলাচল করতে গিয়ে সিএনজি অটোরিকশার সাইলেন্সারে পানি প্রবেশ করে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে। পথচারী ও বাসিন্দাদের অতিকষ্টে যাতায়াত করতে হচ্ছে।

ভারী বর্ষায় তলিয়েছে ফেনীর শহর, চলাচলে ভোগান্তি

সিএনজি অটোরিকশার চালক শফিউল আলম বলেন, রাস্তায় যাত্রী পারাপার করতে গিয়ে সিএনজিতে পানি প্রবেশ করে গাড়িটি বন্ধ হয়ে যায়। ধাক্কাতে ধাক্কাতে অনেক কষ্টে গ্যারেজে নিতে হয়েছে। এভাবে অনেক চালক সমস্যায় পড়েছে।

শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ব্যবসায়ী ইসমাইল হোসেন লিটন জানান, টানা বৃষ্টি হলে শহীদ শহীদুল্লা কায়সার সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যায়। এছাড়াও মরিচ পট্টি, মুডি পট্টি, সওদাগর পট্টি, খাজা আহমেদ সড়ক পানিতে তলিয়ে যায়। এতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বসে থাকে। পানি নেমে গেলে দোকান খোলে। বর্ষা এলে মাঝে মাঝেই এ দুর্ভোগ হয়।

মো. ইলিয়াস মিয়া জানান, প্রতি বছর বৃষ্টিতে ফায়ার সার্ভিস স্টেশন থেকে স্টার লাইন কাউন্টার পর্যন্ত সড়কটি পানিতে তলিয়ে যায়। এ স্থানটিতে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল রয়েছে। এসকল হাসপাতালে রোগী আনা-নেওয়ার ক্ষেত্রেও চরম ভোগান্তিতে পড়তে হয়।

ভারী বর্ষায় তলিয়েছে ফেনীর শহর, চলাচলে ভোগান্তি

ফেনী পৌরসভার কনজারভেটিভ অফিসার সরোয়ার আলম বলেন, শুধুমাত্র ৩০ জন পরিচ্ছন্নকর্মী শহরের বিভিন্ন খাল পরিষ্কারের কাজ করছে। ৩০ জন শহরের বিভিন্ন ড্রেন পরিষ্কারে কাজ করছে। পানি নেমে যাওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী পৌরসভার সচিব সৈয়দ মো. আবুজর গিফরী বলেন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা নিরলস কাজ করা যাচ্ছে। পৌরসভার নাগরিকরা পলিথিন থেকে শুরু করে সব ময়লা ড্রেনে ফেলার কারণে পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। এছাড়া কয়েকদিনের ভারী বর্ষণে পানি নামতে সময় লাগছে। বৃষ্টি কমলে অল্প সময়ে পানি নেমে যাবে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।