চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ ভারতীয়কে আটক করলো বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১৮ আগস্ট ২০২৪
বিজিবির হাতে আটক পাঁচ ভারতীয় নাগরিক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে গরু পাচারকালে পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

রোববার (১৮ আগস্ট) সকালে উপজেলার পাকা ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় করে তিনটি গরু পাচারকালে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটক ভারতীয় চোরাকারবারিরা হলেন মুর্শিদাবাদ এলাকার রতন সিংহের ছেলে দ্বীপ সিংহ (২৩), বাইতুল হলদারের ছেলে রনি মহালদার (১৭), মৃত রফিকুল ইসলামের ছেলে সারফরাজ ইসলাম (১৮), আলেক শেখের ছেলে আসলাম শেখ (১৮) ও মেনাউলের ছেলে ওলিল মহালদার (১৮)।

৫৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভারতের কয়েকজন চোরাকারবারি চরাঞ্চলে পদ্মা নদী হয়ে নৌকায় তিনটি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় বিজিবি সদস্যারা তাদের আটক করেন। পরে তাদের সঙ্গে থাকা দুটি ধারালো অস্ত্র জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। বিএসএফকে প্রতিবাদলিপি দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীনও বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

সোহান মাহমুদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।