ভারতে পালানোর সময় প্রজন্ম লীগের দুই নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৮ আগস্ট ২০২৪

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় দুজনকে আটক করেছে বিজিবি। এ সময় তল্লাশি করে একটি ল্যাপটপ, সিল, দলীয় প্যাড ও সার্টিফিকেট উদ্ধার করা হয়। এরা আওয়ামী প্রজন্ম লীগের নেতা। এদের দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গার ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ভারতে পালানোর সময় প্রজন্ম লীগের দুই নেতা আটক

বিজিবি জানায়, দুপুর ১টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইল পিলারের পাশ দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাচ্ছিল দুজন। এ সময় বিজিবির টহল দলের কাছে ধরা পড়ে।

এরা হলেন, কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাজিহাটা গ্রামের আশরাফুল আহমেদের ছেলে বুলবুল আহমেদ (৩৮) ও রাজশাহী বাগমারা থানার খাজুরা গ্রামের মনির হকের ছেলে ফজলুলু হক (৩৫)।

হুসাইন মালিক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।