১৮ লাখ টাকা কুড়িয়ে পেয়ে থানায় জমা দিলো শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৮ আগস্ট ২০২৪

রাজশাহীর একটি সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১৮ লাখ টাকা পাওয়া গেছে। এ সময় একটি সোনালী বর্ণের গ্লাসও পাওয়া যায়।

রোবাবার (১৮ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে নগরীর ভদ্রা এলাকা থেকে শিক্ষার্থীরা এসব টাকা পায়। পরে তারা টাকা ও গ্লাসটি নগরীর বোয়ালিয়া মডেল থানায় সেনাবাহিনী ও জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমা দেয়।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষার্থী আক্কাস আলী জানায়, আমরা রাতে টহল ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলাম। এ সময় রাস্তায় একটি ব্যাগ দেখতে পাই। সেই ব্যাগে আমরা শুরুতে একটা লাথি দিই। পরে মনে হয় ব্যাগে কিছু আছে। এ সময় খুলে দেখি ১৮টি বান্ডিলে এক হাজার টাকার নোট আছে। সঙ্গে একটি গ্লাস ছিল।

১৮ লাখ টাকা কুড়িয়ে পেয়ে থানায় জমা দিলো শিক্ষার্থীরা

তিনি আরও বলেন, যে গ্লাসটি আমার পাই সেটি সোনালী রঙের। তবে স্বর্ণের কি না সেটি যাচাই করা যায়নি। কিন্তু গ্লাসে মোট ১৮টি ফুটো আছে। বান্ডিলও আছে ১৮টি। এটি কোনো সংকেতও হতে পারে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, কয়েকজন শিক্ষার্থী নগরীর ভদ্রা এলাকা থেকে প্রায় ১৭ লাখ ৯২ হাজার টাকা কুড়িয়ে পায়। পরে তারা সেই টাকা থানায় জমা দেয়। টাকাগুলো বোয়ালিয়া মডেল থানায় সেনাবাহিনী ও জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমা দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, টাকার সঙ্গে একটি গ্লাস পাওয়া গেছে। সেটি সোনার নয়। আমরা যাচাই করে এটি পেয়েছি। গ্লাসে অনেকগুলো ফুটো আছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

সাখাওয়াত হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।