খুলনা বেতারের লুট হওয়া মালামাল উদ্ধার করলো নৌবাহিনী ও পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৫:০১ এএম, ১৭ আগস্ট ২০২৪

৫ আগস্টের পর খুলনা বেতার কেন্দ্র থেকে লুট হওয়া এক ট্রাক মালামাল উদ্ধার করেছে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জোড়াগেট এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

নগরীর সোনাডাঙ্গা থানার ওসি ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা দুইজনকে ধরে তাদের কাছ থেকে মালামালগুলো উদ্ধার করেছি। তারা আরও মালামালের খোঁজ দিতে চেয়েছে। শনিবার আবারও অভিযান চালানো হবে।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, পরবর্তীতে উদ্ধার করা মালামাল বাংলাদেশ বেতার খুলনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় স্থানীয় প্রশাসনকে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে। এরই অংশ হিসেবে এই যৌথ অভিযানে অংশ নেয় নৌবাহিনী।

আলমগীর হান্নান/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।