কাজ করবে হাসিনা আর ভোট দেবেন অন্যকে তা হবে না


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ৩০ এপ্রিল ২০১৬

আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়। দেশের উন্নয়নে কাজ করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভোট দেবেন অন্য জায়গায় তা হবে না।

শনিবার দুপুরে রংপুর আইনজীবী সমিতি ভবনে বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আইন সচিব বলেন, জাতির জনকের জন্ম না হলে বাংলাদেশ হতো না এবং বর্তমান অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ থাকবে না, আমরাও থাকবো না।

আইনের শাসন প্রতিষ্ঠায় এবং গরীব মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানে প্রধানমন্ত্রীর অবদান উল্লেখ করে আইন সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের উন্নয়নে যেন আরো সহযোগিতা করতে পারেন সেই পরিবেশ বজায় রাখতে হবে। এজন্য নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় রংপুর আইনজীবী সমিতি ভবনের অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন আইন সচিব।

এর আগে  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নির্মাণ কাজসহ আদালতের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি।

সভায় যুগ্ম-সচিব মাহবুবার রহমান সরকার, যুগ্ম-সচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহা, উপ-সচিব মাহবুবুল আলম, প্রধানমন্ত্রীর এপিএস-১ জাহাঙ্গীর আলম, রংপুর জেলা ও দায়রা জজ বঞ্জুরুল বাছিদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হক প্রামানিকসহ বিচারক ও আইনজীবী উপস্থিত ছিলেন।

জিতু কবীর/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।