ছাত্রদল নেতা রাজ্জাক হত্যা, প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ১১:১৯ এএম, ১৬ আগস্ট ২০২৪

ভোলার চরফ্যাশনে ছাত্রদল নেতা আ. রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতি মো. লোকমান মাতুব্বরকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যার পর পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মৎস্য বন্দর এলাকায় আত্মগোপনে থাকতে ঘোরাঘুরি করছিলেন লোকমান মাতুব্বর। এসময় স্থানীয়রা তাকে দেখে চিনতে পেরে পুলিশকে খবর দেয়। পরে মহিপুর থানা পুলিশ এসে তাকে আটক করে।

আটক লোকমান মাতুব্বর চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকার নান্নু মাতুব্বরের ছেলে। তিনি চরফ্যাশন উপজেলার তৎকালীন ছাত্রদলের সভাপতি আ. রাজ্জাক হত্যার প্রধান আসামি।

চরফ্যাশন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া জাগো নিউজকে বলেন, লোকমান চরফ্যাশন এলাকার আতঙ্ক। তিনি ২০১৫ সালে কোরবানির ঈদের দিন উপজেলা ছাত্রদলের সভাপতিকে নির্মমভাবে হত্যা করেন। এ হত্যার উপহার হিসেবে আওয়ামী লীগ সরকার তাকে শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দেন।

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম নয়ন জাগো নিউজকে বলেন, আ. রাজ্জাক হত্যার প্রধান আসামি এই লোকমান। আওয়ামী লীগের সাবেক এমপি জ্যাকবের নির্দেশে তাকে হত্যা করা হয়। ৫ আগস্টের পরে তিনি আত্মগোপনে যান।

মহিপুর থানার ওসি (তদন্ত) মো. নোমান হোসেন বলেন, সন্ধ্যায় জনসাধারণ লোকমান মাতুব্বর নামের এই লোককে আটক করে। পরে আমরা তাকে হেফাজতে নিয়ে আসি।

আসাদুজ্জামান মিরাজ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।