৪ সপ্তাহ পর রংপুর এক্সপ্রেস চালু, টিকিট বিক্রি শেষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৫ আগস্ট ২০২৪
স্বাভাবিক অবস্থা ফিরে আসায় চার সপ্তাহ পর আবার চালু হয়েছে রংপুর এক্সপ্রেস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে অস্থিতিশীলতার কারণে বন্ধ ছিল আন্তঃনগর ট্রেন চলাচল। স্বাভাবিক অবস্থা ফিরে আসায় চার সপ্তাহ পর আবার চালু হয়েছে রংপুর এক্সপ্রেস।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) নির্ধারিত সময় রাত ৮টা ১০ মিনিটে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

বিজ্ঞাপন

রংপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক শংকর গাঙ্গুলী জাগো নিউজকে জানান, গত ১৮ জুলাই থেকে বন্ধ ছিল আন্তঃনগর ট্রেন চলাচল। ফলে রংপুর এক্সপ্রেস ট্রেনটিও বন্ধ থাকে। সরকারি সিদ্ধান্তে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

৪ সপ্তাহ পর রংপুর এক্সপ্রেস চালু, টিকিট বিক্রি শেষ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শংকর গাঙ্গুলী আরও জানান, রংপুর স্টেশনের জন্য সব শ্রেণির ২৫০টি টিকিট বরাদ্দ। অনলাইনে ও সরাসরি সবগুলো টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। স্টাফরাও কাজে যোগ দিয়েছেন। নির্বিঘ্নে যাত্রীদের চলাচলের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রংপুর নগরীর বুড়িরহাট এলাকার যাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুস্মিতা সেন বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত জানতে পেরে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ট্রেনে যাতায়াত অনেক আরামদায়ক। অনেক দিন বন্ধের পর ট্রেন চালু হওয়ায় আমরা খুশি।’

৪ সপ্তাহ পর রংপুর এক্সপ্রেস চালু, টিকিট বিক্রি শেষ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই অনুভূতি ব্যক্ত করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জাকিউর রহমান। তিনি বলেন, ‘ঢাকায় থাকা অবস্থায় স্ত্রী ও সন্তানদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। ট্রেন চালু হওয়ায় এখন তাদের নিয়ে ঢাকা ফিরে যাচ্ছি।’

রংপুর সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরামের সভাপতি সাব্বির মোস্তফা বলেন, আন্তঃনগর ট্রেন চালু হওয়ায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই আরামদায়ক যাতায়াতের জন্য ট্রেনকে বেছে নেন। এখন দূরের যাত্রায় মানুষের দুর্ভোগ লাঘব হবে।

৪ সপ্তাহ পর রংপুর এক্সপ্রেস চালু, টিকিট বিক্রি শেষ

বিজ্ঞাপন

গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। এরপর থেকে আন্দোলনের মাত্রা ছড়িয়ে পড়ে সর্বত্র। নিরাপত্তার কথা বিবেচনা করে এর দুদিন পর ১৮ জুলাই আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ করে দেয় তৎকালীন সরকার।

৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়। বর্তমান সরকারের সার্বিক প্রচেষ্টায় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে জনজীবন।

জিতু কবীর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।